ঐশিক সেন
মহরম উদযাপন উপলক্ষে রক্তদান শিবির
রক্তের আকাল দূর করতে আজ ২৫ শে আগস্ট ২০২০ এই প্রথম পাণ্ডবেশ্বর ইরানি পাড়ায়
একঝাক সংখ্যালঘু তরুণ -তরুনীদের নিয়ে পাণ্ডবেশ্বর ইরানি পাড়া এর উদ্যোগে
পাণ্ডবেশ্বর রেল স্টেশন সংলগ্ন স্থানে
অনুষ্ঠিত হলো। সহযোগিতায় দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং পাণ্ডবেশ্বর দি মিশন।
৫ জন মহিলা মোট ২৩ জন রক্তদান করেছেন এই প্রথমবার রক্ত দিল ১৭ জন।
আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করেছে।
উপস্থিত ছিলেন পান্ডবেশ্বর ব্লকের সভাপতি মদন বাউরী,পান্ডবেশ্বর দি মিশনের সম্পাদক মাধব ঘোষ, প্রয়াস এর সম্পাদক সুজন চক্রবর্তী সহ অনান্য ব্যক্তি বর্গ।
এই সময়কালে ভীড়হীন ছোট ছোট শিবির করা হচ্ছে। প্রতিটি রক্তদাতা মাস্ক পরে,নির্দিষ্ট দূরত্বের নিয়ম মেনে,হাত ধুয়ে, স্যানিটাইজার লাগিয়ে করা হয়েছে।
শিবির শেষে আয়োজক সংগঠনের হাতে
শংসাপত্র ও
দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের শুভেচ্ছা স্মারক তুলে দেন রক্তদান আন্দোলনের
ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশনস অফ ইন্ডিয়া -পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কবি ঘোষ।
আয়োজক সংস্থার এর পক্ষে রুস্তম আলী
সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবকবৃন্দ
মেডিকেল টীমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।