রেলের অনুসন্ধান দপ্তরে কাজে মনোযোগ হনুমানের, বোলপুর শান্তিনিকেতন স্টেশনের ঘটনা

Spread the love

রেলের অনুসন্ধান দপ্তরে কাজে মনোযোগ হনুমানের, বোলপুর শান্তিনিকেতন স্টেশনের ঘটনা

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:-
গ্রাম বাংলার বুকে একদা মাদারিকা খেল দেখতে সবাই অভ্যস্ত ছিলেন।যুগের তালে তালে সবকিছু পরিবর্তন লক্ষনীয়।একসময় কথার প্রচলন ছিল “বাঁদরের বাঁদরামি ”।এখন দেখা যাচ্ছে বাঁদরের পাগলামি।ঘটনার প্রসঙ্গ বোলপুর- শান্তিনিকেতন রেল স্টেশনের অনুসন্ধান দপ্তরের মধ্যে একটি হনুমান ঢুকে পড়ে। তারপর যথারীতি অনুসন্ধান অফিসারের ন্যায় চেয়ারে বসে খাতার পাতা উল্টে পাল্টে দেখছে। সেই ছবির ভিডিও ভাইরাল হয়ে পড়ে নিমেষে। যা নিয়ে বোলপুর সহ সর্বত্র সরগোল বাঁদরের বাঁদরামি নয় পাগলামি দেখে। শুধু কি তাই একেবারে জাঁদরেল অফিসারদের ন্যায় কম্পিউটারের কিবোর্ডের বোতাম দাবা দাবি থেকে শুরু করে কম্পিউটারের স্কিনের মধ্যে চোখের মিটিমিটি চাহনি যা কর্তব্যরত রেল অফিসারদের তাক লাগিয়ে দেয়।যা দেখে সকলেই হতবাক। এ যেন প্রশিক্ষণ প্রাপ্ত হনুমান।প্রায় তিরিশ মিনিট অভিনয় চলার পর কলা বিস্কুট দিয়ে হনুমানটিকে অফিসের বাইরে বের করা হয়। যদিও এনিয়ে উক্ত রেল স্টেশন কতৃপক্ষ কিছু মন্তব্য করতে চাননি বা প্রতিক্রিয়া ব্যক্ত করেন নি। ভিডিও টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যার ফলে বিভিন্ন ধরনের যেমন মন্তব্য উঠে আসে তেমনি আবার অনেকের কাছে বিনোদনের খোরাক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *