হাট্রাসের এক দলিত মেয়েকে গণধর্ষণ করার ঘটনার প্রতিবাদে সালানপুর ব্লক তৃণমূলের পক্ষে বিক্ষোভ প্রদর্শন
কাজল মিত্র,
সালানপুর।: উত্তরপ্রদেশ রাজ্যের হাট্রাসে এক দলিত মেয়েকে গণধর্ষণ করে যোগীর পুলিশ ওই মেয়েকে পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে রবিবার রুপনারায়ণপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে ডাবরমোর পর্যন্ত একটি বিক্ষোভ রেলির প্রদর্শন করা হয় সলানপুর ব্লক তৃণমূল কংগ্রেসএর পক্ষ থেকে।
এদিন এই মিছিলে রবিবার সলানপুর তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী সহ স্থানীয় জনগণ হ্যাত্রাসের ঘটনার উপর নৃশংসতার বিরুদ্ধে এবং এদিন উত্তরপ্রদেশ সরকারের দলিত বিরোধী নীতির বিরুদ্ধে সমাবেশের জন্য ক্ষতিগ্রস্থ পরিবারের বিচারের দাবি জানিয়ে
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পুতুল পুড়িয়ে প্রতিবাদ করেন এদিন এই বিক্ষোভ রেলিতে উপস্থিত সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং বলেন বিজেপি সরকার তার ভোট ব্যাংককে বাঁচাতে দলিতবিরোধী কাজ করছে।যদিও ইউপিতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই, দলিতদের উপর অত্যাচার শুরু হয়েছে।এবং ইউপি রাজ্য সরকার এই জাতীয় ঘৃণ্য লোকদের রক্ষার জন্য প্রমাণ মুছে ফেলার জন্য কাজ করছে যার জন্য রাতের অন্ধকারে দেহ পুড়িয়ে দেওয়া হল এমনকি পরিবারের হাতেও সেই দেহ দেওয়া হলনা শেষ সৎকার করার জন্য।সকলে হাথ্রাসের ঘটনায় এর প্রত্যক্ষ উদাহরণ। সুতরাং, আমাদের সংবেদন এবং সংযুক্তি উভয়ই ভুক্তভোগীর পরিবারের সাথে সম্পর্কিত। এর প্রতিবাদে, আজ আমরা মোদী এবং যোগীর প্রতিমূর্তি পুড়িয়েছি এবং তাদের বলতে চাই যে বিজেপি সরকার যে বেটি বাঁচাও বেটি পরাও স্লোগান দিয়েছে সেটা বেটি বাঁচাও নয় বেটি মেরে বেটি জ্বালাও তারই নমুনা উত্তরপ্রদেশে দেখা যাচ্ছে।
এদিন এই মিছিলে ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিদূত মিশ্র, জিতপুর উত্তমপুর পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী, চিত্তরঞ্জন যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মিঠুন মন্ডল,পঞ্চায়েত সমিতির সদস্য তপস উকিল,পম্পা ঘোষ,রাসমণি বেসরা,তৃণমূল কর্মী বাবলু ঘাসি,শঙ্কর ঘোষ, উদয় ঘোষ, সুভাষ মহাজন, আশু তেওয়ারী সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।