না ফেরার দেশে যশোরের জ্যেষ্ঠ সাংবাদিক মতিনুজ্জামান মিটু

Spread the love

না ফেরার দেশে যশোরের জ্যেষ্ঠ সাংবাদিক মতিনুজ্জামান মিটু

নন্দিনী নূর।। থামছেই না যেন মৃত্যুর মিছিল! সাংবাদিক শাহানারা বেগম, এম এ মান্নান এর পর এবার সে মিছিলে যুক্ত হলেন জ্যেষ্ঠ সাংবাদিক মতিনুজ্জামান মিটু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রজিউন)। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মতিনুজ্জামান মিটু হৃদরোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের কাগজ, দৈনিক আমাদের সময় এবং জাতীয় আঞ্চলিকসহ বিভিন্ন দৈনিকে কাজ করেছেন।

প্রেসক্লাব যশোর এবং যশোর সাংবাদিক ইউনিয়ন এর সাবেক সাধারণ সম্পাদক মতিনুজ্জামান মিটুর মরদেহ আজ দুপুর ২ টায় প্রেসক্লাব যশোর প্রাঙ্গনে আনা হলে এক শোকাভিভূত পরিবেশ সৃষ্টি হয়। এ সময় প্রেসক্লাব যশোর নেতৃবৃন্দ, দৈনিক লোকসমাজ এর প্রকাশক শান্তুনু ইসলাম সুমিত ও ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টুর নেতৃত্বে লোকসমাজ পরিবার, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ মতিনুজ্জামান মিটুর মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। বাদ আছর শহরের পুরাতন কসবা কাজীপাড়া কাঁঠালতলা জামে মসজিদে নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হয় তাকে। জানাজায় অংশ নেন যশোরে সাংবাদিক সমাজ, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

এদিকে মতিনুজ্জামান মিটুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোর এর সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান। নেতৃদ্বয় এক বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং দক্ষিণ বাংলার শীর্ষ ‘দৈনিক লোকসমাজ’ এর নির্বাহী সম্পাদক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত। অনুরুপ বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচআর তুহিন এবং টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন যশোর, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোরের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *