ইফতার মজলিসের আয়োজন করল গলসী-২ নং ব্লক তৃণমূল কংগ্রেস
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী
চলছে পবিত্র রমজান মাস। ধর্মপ্রাণ মুসলিমরা রোজা রেখে সারাদিন উপোস করে সন্ধ্যায় ফলমূল খেয়ে রোজা ভাঙছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হচ্ছে
ইফতার মজলিসের। নববর্ষের দিন গলসী-২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পবিত্র ইফতার মজলিস অনুষ্ঠিত হোলো পূর্ব বর্ধমানের গলসী বাজারে।
শতাধিক ধর্মপ্রাণ মুসলিমের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন মমতাজ সংঘমিতা, গলসী-২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুজন মণ্ডল, যুব সভাপতি হেমন্ত পাল, গলসী অঞ্চল প্রধান শাহনাজ বেগম, জয়হিন্দ বাহিনীর সভাপতি গুল মহম্মদ সহ ব্লকের সমস্ত শাখা সংগঠনের সভাপতি ও নেতা-কর্মীরা।
রবীন্দ্রনাথ বাবু বললেন - এভাবেই ইফতার মজলিশের আয়োজনের মাধ্যমে আমরা সৌভ্রাতৃত্বের নিদর্শন রেখে চলেছি। এটাই বাংলার তথা আমাদের দেশের বৈশিষ্ট্য। তিনি প্রত্যেকের সুস্থতা কামনা করেন এবং এই গরমে সাবধানে থাকার পরামর্শ দেন।