বাঁকুড়ায় দুয়ারে সরকার কর্মসূচি পালন

সাধন মন্ডল,

পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্প গুলি সুবিধা পেতে সাধারণ মানুষের কাছে এবার হাজির হচ্ছে দুয়ারে সরকারের ষষ্ঠ পর্যায়ের শিবির যা প্রতিটি বুথ স্তরে অনুষ্ঠিত হচ্ছে আজ তার সূচনা হলো সারা রাজ্যজুড়ে আজ বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার খাতড়া মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে জঙ্গলমহলের রানীবাঁধ , রাইপুরে শিবির গুলি পরিদর্শন করলেন রানী বাঁধের শিবিরে জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রাণীবাঁধ বিধানসভার বিধায়িকা জ্যোৎস্না মান্ডি।রাইপুরের বনগড়া গ্রামে দুয়ারে সরকারের ভাম্যমান শিবিরে হাজির বাঁকুড়া জেলাশাসক কে রাধিকা আইয়ার সঙ্গে ছিলেন খাতড়া মহকুমা শাসক, নেহা বন্দ্যোপাধ্যায়, রাইপুরের বিডিও রঞ্জন সর্দার, ব্লক সহ কৃষি অধিকর্তা তথাগত নাথ সহ অন্যান্যরা । শিবিরে উপস্থিত সাধারণ মানুষের সাথে কথা বললেম এবং তাদের অভাব অভিযোগ শুনলেন তাদের সমস্যার সমাধানের আশ্বাস দিলেন জেলাশাসক। তাছাড়া বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে কি করতে হবে তার পথ বাতলিয়ে দিলেন উপভোক্তাদের। খুশি বনগড়া গ্রামের শিবিরে আসা উপভোক্তারা।এবার দুয়ারে সরকার শিবির গুলি বুথ স্তরে চলছে। প্রতিটি বুথ এলাকায় এই শিবির গুলি অনুষ্ঠিত হবে উপভোক্তাদের আর দূরে যেতে হবে না গ্রামের কাছেই তারা তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে তাড়াতাড়ি পেতে পারেন তার জন্য এবারের শিবিরে জোর দেওয়া হয়েছে। তাছাড়া শিবির গুলি পরিদর্শন করছেন প্রশাসনিক অধিকারীবৃন্দ। পরে রাইপুর হাট কমপ্লেক্সে শিবিরে এসে বেশ কয়েকজন উপভোক্তাকে ত্রিপল তুলে দিলেন জেলাশাসক। দুদিনের ঝড়ে কিছু মানুষের ঘরবাড়ির ছাউনি উড়ে গেছে, বৃষ্টিতে কষ্ট পাচ্ছেন, সাধারণ মানুষের সাথে কথা বলতে গিয়ে তিনি তা জানতে পারেন এবং তা জানার সাথে সাথেই রাইপুরের বিডিও কে বলেন ত্রিপলের ব্যবস্থা করতে। এরপরই রাইপুরের বিডিও রঞ্জন সরকার তার রিলিফ গোডাউন থেকে কিছু ত্রিপল এনে দেন এবং তা শিবিরে উপস্থিত হওয়া উপভোক্তাদের হাতে তুলে দেন জেলা শাসক।

Leave a Reply