আলোর দেশে,
দীপঙ্কর চক্রবর্ত্তী,
বহু তীর্থ বহু স্হান ঘুরেছি,অনেক মানুষকে দেখে
আপ্লুত হয়েছি,নিজে সমৃদ্ধ হয়েছি।
ঘরের পাশে ঘাসের উপর এক ফোঁটা শিশির বিন্দুর উপর আলোর বিচ্ছুরণ আমাকে আরো বেশি মুগ্ধতা দেয়।
এখানে মানুষ আসেন জীবনের আশান্তি নিয়ে
ঘরে ফেরে সন্দর সমাধান নিয়ে,
জীবন এখানে এসে নতুন ভাবে বাঁচার সন্ধান পায়
এগুলো করেছেন এক জন মহান মহাজীবন
কত দেশ কত শহর গ্রাম ঘুরে এই মাটিকে করেছ
উপনিষদের কর্মস্হল
কত কথা, গান,কাব্য রচনায় অনুপ্রেরণায় এখানকার
যুবসমাজ উদ্বুদ্ধ হয়,তোমাকে দেখে জীবন গড়তে এগিয়ে চলে আলোর দিকে।ভালোবাসার দিকে
যে ভালোবাসা,শিক্ষা,সুস্হ সংস্কৃতিতে মানুষের ভালো হয়
মঙ্গল হয়।সমাজ ভালো থাকে।
এসো যুগান্তের পথিক,তোমার সাধনায়,তোমার চেতনার রঙে আমরাও এগিয়ে যাই সকলের ভালো করতে।নতুন আলোর গন্ধ মেখে জীবন পরিপূর্ণ ভাবে গড়ে তুলি।
তুমি আমাদের পথপ্রদর্শক।।