পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে ঢালাই ও পিচ রাস্তার বিতর্ক,গ্রামবাসীদের চাপে কাজ বন্ধ

Spread the love

পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে ঢালাই ও পিচ রাস্তার বিতর্ক,গ্রামবাসীদের চাপে কাজ বন্ধ

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- সদ্য ঘোষিত মুখ্যমন্ত্রীর পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল উদ্বোধন করা হয় রাজ্য ব্যাপী।সেই সমস্ত কাজ গুলি ইতিমধ্যে কোথাও কোথাও শুরু হয়ে গেছে বা হচ্ছে।সেরূপ বীরভূম জেলা পরিষদের নতুন প্রকল্প পথশ্রী প্রকল্পের আওতায় রাজ্য সরকারের তরফ থেকে বীরভূম জেলার জয় কৃষ্ণপুর গ্রামের বীরভূম ক্লাব থেকে কুতুবপুর মোড় পর্যন্ত পিচ রাস্তা নির্মাণের জন্য ৫৫ লক্ষ ৯৫৫৩ টাকা বরাদ্দ করেছে। দীর্ঘ ২৩০০ মিটার রাস্তা নির্মাণের জন্য, যাহা সাইনবোর্ডে উল্লিখিত হয়েছে।এলাকাবাসীদের দাবি পিচ রাস্তা নির্মাণের কথা সাইনবোর্ডে লেখা থাকলেও সেখানে ঠিকাদার ঢালাই রাস্তা তৈরি করছে আর তারই প্রতিবাদে আজকে এলাকাবাসীরা একত্রিত হয়ে সেই রাস্তার কাজ বন্ধ করে দেয় বলে জানা যায়।গ্রামবাসীদের দাবি সাইনবোর্ডে পিচ রাস্তার কথা উল্লেখ থাকলেও দেখা যায় যে, আজকে উক্ত কাজের বরাত পাওয়া ঠিকাদার রাস্তার দুই পাশে পাটা লাগিয়ে ঢালাই রাস্তার উপর তিন ইঞ্চি ঢালাই দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেই প্রেক্ষিতে গ্রামবাসীদের বক্তব্য ঢালাই এর উপর ঢালাই থাকবে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তাছাড়া বোর্ডের মধ্যে তো পিচ রাস্তার উল্লেখ করা রয়েছে। এনিয়ে গ্রামবাসীদের সাথে স্থানীয় নেতা ও ঠিকাদারদের দ্বন্দ্বের কারণে পথ শ্রী রাস্তার কাজ বন্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *