গঙ্গারামচক থেকে কয়লা বোঝায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু স্কুল ছাত্রের
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- লোকপুর থানার গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা বোঝায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় স্থানীয় থানার নওপাড়া গ্রামের দশম শ্রেণীতে পাঠরত ১৬ বছর বয়সী যুবক সেখ সুমন। ঘটনাটি সোমবার আনুমানিক সকাল সাড়ে ছয়টা নাগাদ নওপাড়া মাদ্রাসা সংলগ্ন ক্যানেল পাড়ের রাস্তার মধ্যে ঘটে। স্থানীয়দের বিবরণে প্রকাশ সকালে প্রাতঃকৃত করার উদ্দেশ্যে ক্যানেলের রাস্তা ধরে পারাপার করার সময় দ্রুত গতিতে আসা কয়লা বোঝায় ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে প্রান হারায় সুমন।খবর পেয়ে গ্রামবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পরে লোকপুর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। ইতিমধ্যে খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী, লোকপুর থানার ওসি, পিডিসিএলের প্রতিনিধি সহ গ্রামবাসীদের মধ্যস্ততায় মৃতের পরিবারের সাথে রফা হয়। তারপর ঘটনাস্থল থেকে মৃতদেহ তুলে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে ময়না তদন্তের জন্য মৃতদেহটি সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায় মৃতের পরিবার কে একটি চাকরি এবং সৎকাজ সহ অন্যান্য খরচের দায়ভার বহন করতে রাজি হন পিডিসিএল কতৃপক্ষ, সেই রফা অনুযায়ী মৃতদেহ ছাড়া হয়।আলোচনা সভায় গ্রামবাসীদের দাবি ওঠে যে, রাত্রি থেকে ভোর চারটে পর্যন্ত এই রাস্তার উপর কয়লা ট্রান্সপোটিং করতে হবে, অন্য সময় বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত লাইসেন্স প্রাপ্ত এবং সুদক্ষ চালক দ্বারা গাড়ি চালানোর ব্যবস্থা করা। উল্লেখ্য দিন কয়েক আগে কয়লা বোঝায় ডাম্পার রাস্তার মধ্যে উল্টে যায়।সে প্রেক্ষিতে হেলপার দিয়ে কয়লা বোঝায় ডাম্পার চালানোর অভিযোগ ওঠে। এমনকি কম বেতনে ঐ সমস্ত হেলপার দিয়ে চালকের কাজ করানোর অভিযোগ, যার যেরে প্রতিনিয়ত ঘটছে এরূপ ঘটনা। বিশেষ উল্লেখ্য আজকের মধ্যেই নওপাড়া মাদ্রাসা সংলগ্ন অপরপ্রান্তে কয়লা বোঝায় ডাম্পারের সাথে ট্রাকটারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ট্রাকটারটি ক্যানেল পাড়ের নীচের দিকে ঝুলে পড়ে, তবে হতাহতের কোনো খবর নেই। একান্ত সাক্ষাৎকারে দূর্ঘটনায় মৃতের পরিবারকে সমবেদনা জানাতে আসা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী আজকের ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন। অপরদিকে পিডিসিএল এ কর্মরত জেএমপিএল এর ম্যানেজার বিধান চন্দ্র খাঁ কয়লা বোঝায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু এবং বারবার দূর্ঘটনার কথা স্বীকার করে বলেন রাস্তার মধ্যে ট্রাফিক গার্ডের ব্যবস্থা করা হবে।